Logo

অর্থনীতি    >>   ই-রিটার্নের মাধ্যমে আয়কর পরিশোধে নির্দিষ্ট ফি নির্ধারণ

ই-রিটার্নের মাধ্যমে আয়কর পরিশোধে নির্দিষ্ট ফি নির্ধারণ

ই-রিটার্নের মাধ্যমে আয়কর পরিশোধে নির্দিষ্ট ফি নির্ধারণ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেম থেকে আয়কর পরিশোধকে আরও সহজ ও সাশ্রয়ী করতে বাংলাদেশ ব্যাংক নতুন ফি কাঠামো চালু করেছে। বুধবার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট (পিএসডি) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, করদাতাদের জন্য এনবিআরের ই-রিটার্ন সিস্টেমটি ২০২৪-২৫ করবর্ষ থেকে উন্মুক্ত করা হয়েছে, যার মাধ্যমে তারা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে এবং সহজে কর পরিশোধ করতে পারবেন। এই সিস্টেম ব্যবহার করে করদাতারা ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অথবা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ওয়ালেটের মাধ্যমে আয়কর পরিশোধ করতে পারছেন।

এ ব্যবস্থা আরও উৎসাহ প্রদান এবং করদাতাদের অনলাইন কর পরিশোধে আগ্রহী করতে, বাংলাদেশ ব্যাংক ফি বা চার্জ নির্ধারণ করেছে। বাংলাদেশে ইস্যু করা কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে ভ্যাটসহ সর্বোচ্চ ২০ টাকা ফি ধার্য করা হয়েছে। আর ২৫ হাজার টাকার ওপরে লেনদেনের ক্ষেত্রে এই ফি ভ্যাটসহ সর্বোচ্চ ৫০ টাকা পর্যন্ত হবে।

এছাড়া এমএফএস বা পিএসপি ওয়ালেটের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে ১ শতাংশ বা ভ্যাটসহ সর্বোচ্চ ৩০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে এই লেনদেনে কোনও চার্জব্যাক প্রযোজ্য হবে না, যা গ্রাহকদের জন্য একটি অতিরিক্ত সুবিধা প্রদান করে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায় যে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এ সংক্রান্ত নির্দেশনা তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর, এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।