বকেয়া পরিশোধে সমস্যা হলে প্রশাসক নিয়োগ: উপদেষ্টা সাখাওয়াত
- By Jamini Roy --
- 12 November, 2024
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার (১২ নভেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভায় শ্রমিকদের বকেয়া পরিশোধ নিয়ে মালিকপক্ষকে সতর্ক করে দেন। তিনি বলেন, “যদি কারখানাগুলো শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধে ব্যর্থ হয়, তবে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে।” শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
উপদেষ্টা সাখাওয়াত হোসেন শ্রমিকদের রাস্তা অবরোধ না করে কর্মস্থলে ফিরে যাওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, “শ্রমিক ভাইদের রাস্তাঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের ওপর আস্থা রাখুন, আপনারা ন্যায্য পাওনা অবশ্যই পাবেন।” শ্রমিকদের প্রতি সরকারের সহানুভূতির বার্তা দিয়ে তিনি জানান, সরকারের দায়িত্ব শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা।
সাখাওয়াত হোসেন মালিকপক্ষকে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধের জন্য কঠোর নির্দেশ দেন। তিনি বলেন, “শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কারখানা চলে এবং দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তাই, সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করা অত্যাবশ্যক।” যারা এই নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শ্রমিক অসন্তোষের কারণ অনুসন্ধান ও সমাধানের লক্ষ্যে দেশের প্রধান কারখানা-অধ্যুষিত এলাকাগুলিতে ক্লাস্টার ভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দেন উপদেষ্টা। গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া ও সাভারের মতো এলাকাগুলোতে এসব কমিটি মালিকপক্ষের কার্যক্রম মনিটরিং করবে এবং নিশ্চিত করবে যে শ্রমিকরা তাদের যথাযথ বেতন-ভাতা পাচ্ছেন কিনা।
শ্রম উপদেষ্টা আরও জানান, শ্রমিক অসন্তোষ সৃষ্টিতে বহিরাগতদের কোনো উসকানি আছে কিনা তা পর্যবেক্ষণ করবে কমিটি। এই কমিটি শ্রমিক অসন্তোষের প্রকৃত কারণ অনুসন্ধান করে সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে, যাতে শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় এবং শিল্প সেক্টর সচল থাকে।
ড. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে শ্রমিকদের সমস্যা সমাধানে নেওয়া এই পদক্ষেপগুলোর ফলে শিল্প খাতে স্থিতিশীলতা ফিরে আসার প্রত্যাশা করছে সরকার।