শ্রমিকদের বেতন না দেয়া মালিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
- By Jamini Roy --
- 10 November, 2024
শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, যেসব মালিক শ্রমিকদের বেতন দিচ্ছে না, তাদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকানো হচ্ছে যাতে তারা বিদেশ পালিয়ে যেতে না পারে। তিনি বলেন, অনেক কারখানা বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেনি।
এসময় তিনি উল্লেখ করেন, সরকারের কাজ নয় শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা, তবে মালিকদের সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে। শ্রম উপদেষ্টা জানান, শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হয়েছে, এবং মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ যৌথভাবে ১৮ দফায় চুক্তি স্বাক্ষর করেছে।
শ্রম উপদেষ্টা বলেন, আগের মতো ছবি তুলে দায়সারা কাজ হবে না, বরং শ্রমিকদের সুবিধা ও সুযোগ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। তিনি আরও জানান, শ্রম আইনে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হবে এবং কারখানাগুলোর সকল জায়গায় ডে কেয়ার সেন্টার থাকতে হবে।
শ্রম সচিব এইচ এম সফিকুজ্জামানও বলেন, শ্রমিক অসন্তোষের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন থাকলে আইন প্রয়োগ করা হবে। তিনি জানান, ১৮ দফার অধিকাংশ দাবি বাস্তবায়ন করা হয়েছে, এবং ১৮ থেকে ১৯টি পোশাক কারখানার বেতন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।
শ্রম সচিব আরও বলেন, আগামী মার্চে শ্রম আইন সংশোধন করা হবে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডিতে বাংলাদেশের অবস্থান ইতিবাচকভাবে আলোচনা হয়েছে।