Logo

অর্থনীতি    >>   মোবাইল ডাটা প্যাকেজে বিধিনিষেধ তুলে নিচ্ছে বিটিআরসি

মোবাইল ডাটা প্যাকেজে বিধিনিষেধ তুলে নিচ্ছে বিটিআরসি

মোবাইল ডাটা প্যাকেজে বিধিনিষেধ তুলে নিচ্ছে বিটিআরসি

মোবাইল ইন্টারনেট সেবার গ্রাহকদের স্বার্থে ডাটা প্যাকেজের ওপর থাকা মেয়াদ ও সংখ্যা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই পরিবর্তনের ফলে এখন থেকে মোবাইল অপারেটররা ইচ্ছামতো ডাটা প্যাকেজ অফার করতে পারবে এবং গ্রাহকরা তাদের পছন্দমতো ভলিউম ও মেয়াদে ডাটা প্যাকেজ বেছে নিতে পারবেন।

বিটিআরসির নতুন সিদ্ধান্তে ইন্টারনেটের দাম কমার আশা প্রকাশ করেছে সংস্থাটি। ২০১৩ সালে থ্রিজি সেবা চালুর পর থেকে বিভিন্ন মেয়াদে ডাটা প্যাকেজ অফার করে আসছিল মোবাইল অপারেটররা। তবে গ্রাহকদের বিভ্রান্তি ও ডাটা প্যাকেজের কারসাজি ঠেকাতে ২০২২ সালে বিটিআরসি প্যাকেজের সংখ্যা কমিয়ে ৯৫টিতে সীমাবদ্ধ করে এবং নির্দিষ্ট মেয়াদের বাধ্যবাধকতা আরোপ করে।

পরবর্তী সময়ে ২০২৩ সালে আরও পরিবর্তন এনে ৯৫টি প্যাকেজ কমিয়ে মাত্র ৪০টিতে আনা হয় এবং ৩ দিন ও ১৫ দিনের মেয়াদ বাদ দেয়া হয়। কিন্তু এবার বিটিআরসি সেই বিধিনিষেধ তুলে নিচ্ছে, যাতে গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী প্যাকেজ বাছাই করতে পারেন।

বিটিআরসির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম রেজাউর রহমান বলেন, “গ্রাহকদের কথা বিবেচনা করে তারাই তাদের পরিকল্পনাগুলো করুক। গুণগত সেবা ও দামের মাধ্যমে গ্রাহক উপকৃত হবেন।”

মোবাইল অপারেটররা বলছে, এই পরিবর্তন কার্যকর হলে গ্রাহকরা ডাটা কেনার ক্ষেত্রে আরও স্বাধীনতা ভোগ করবেন এবং বিভ্রান্তি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে তারা। বর্তমানে দেশে সাড়ে ১২ কোটি মোবাইল ইন্টারনেট গ্রাহক রয়েছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert