Logo

আন্তর্জাতিক    >>   নিরাপত্তা ঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং বাতিল

নিরাপত্তা ঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং বাতিল

নিরাপত্তা ঝুঁকিতে জম্মু-কাশ্মীরগামী পর্যটকদের ৯০ শতাংশ বুকিং বাতিল

Progga News Desk:

ভারতের জম্মু–কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর নিরাপত্তা–শঙ্কায় ভুগছেন পর্যটকেরা। দিল্লির একাধিক ট্রাভেল এজেন্সির বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, জম্মু-কাশ্মীরগামী প্রায় ৯০ শতাংশ বুকিং বাতিল করে দেওয়া হয়েছে।
কনাট প্লেসের আউটার সার্কেলে অবস্থিত শঙ্কর মার্কেটের সোয়ান ট্রাভেলার্স নামের একটি ট্রাভেল সংস্থার কর্ণধার গৌরব রাঠি জানান, তাঁদের প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫ জন পর্যটক জম্মু ও কাশ্মীরে ভ্রমণ বাতিলের অনুরোধ করেছেন।

গৌরব আরও জানান, অধিকাংশ পর্যটক আগামী মাসে কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এখন তাঁরা বুকিং বাতিলের অনুরোধ করছেন।
এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠী পর্যটকদের ওপর গুলি চালায়। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে নিরাপত্তা বাহিনীর সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, নিহত ব্যক্তির সংখ্যা অন্তত ২৬।