তৃতীয় মেয়াদে শপথ নিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
- By Jamini Roy --
- 12 January, 2025
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার (১১ জানুয়ারি) তার তৃতীয় মেয়াদে শপথ গ্রহণ করেছেন। প্রায় ১২ বছর ধরে ক্ষমতায় থাকা মাদুরো রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। শপথ নেওয়ার পর তিনি বলেন, তার নতুন মেয়াদ শান্তি, সমৃদ্ধি, সাম্য এবং নতুন গণতন্ত্রের জন্য উৎসর্গিত হবে। তিনি আরও জানান, তিনি সাংবিধানিক সংস্কারের জন্য একটি কমিশন গঠন করবেন।
সরকারি তথ্য অনুযায়ী, ১২৫টি দেশের প্রায় ২০০০ জন আমন্ত্রিত অতিথি শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যদিও দেশটিতে গত ছয় মাস ধরে নির্বাচনী বিরোধ চলছিল, আন্তর্জাতিক মহল থেকে মাদুরোকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হচ্ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ধরতে পুরস্কারের পরিমাণ বাড়িয়েছে, তারপরও তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।
নিকোলাস মাদুরো ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নির্বাচন কমিশন ও শীর্ষ আদালত তাকে বিজয়ী ঘোষণা করেছিল, তবে তার বিজয়ের বিস্তারিত পরিসংখ্যান কখনও প্রকাশ করা হয়নি।
ভেনেজুয়েলার বিরোধী দল দাবি করেছে, তাদের সাবেক প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
২০২০ সালে, যুক্তরাষ্ট্র মাদুরো এবং তার প্রশাসনের বিরুদ্ধে মাদক ও দুর্নীতির অভিযোগ তোলে। তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এই পদক্ষেপকে অবৈধ দাবি করে বলেন, এটি ভেনেজুয়েলাকে পঙ্গু করার উদ্দেশ্যে পরিকল্পিত একটি ‘অর্থনৈতিক যুদ্ধ’।
মাদুরো বলেছেন, তার প্রশাসন দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে সাংবিধানিক সংস্কার করবে। এই নতুন শপথের মাধ্যমে তিনি জনগণের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।