হামাসের সঙ্গে সংঘর্ষে গাজায় ৪ ইসরায়েলি সেনা নিহত এবং ৬জন আহত হয়েছেন
- By Jamini Roy --
- 12 January, 2025
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলার ফলে প্রাণহানির সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বোমা হামলায় অন্তত ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে, হামাসের সঙ্গে সংঘর্ষে গাজায় চার ইসরায়েলি সেনা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
নিহত চার ইসরায়েলি সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তারা হলেন:
১. সার্জেন্ট মেজর (রিজার্ভ) আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭)
২. স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ (২১)
৩. সার্জেন্ট ইয়াহাভ মায়ান (১৯)
৪. সার্জেন্ট এলিয়াভ আস্তুকার (১৯)
আহত ছয় সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, উত্তর গাজার বেইত হানুন এলাকায় ইসরায়েলি টহল সেনাদের ওপর বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে হামলা চালায় হামাস। এরপর বন্দুকধারীরা গুলি চালিয়ে সেনাদের লক্ষ্যবস্তু করে।
বেইত হানুন এখন ইসরায়েলি অভিযান এবং হামাসের প্রতিরোধের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকায় সংঘর্ষ তীব্র হওয়ার পর ইসরায়েলি বাহিনী এখন বেইত হানুনে অভিযান চালাচ্ছে।
আইডিএফ জানিয়েছে, গাজার স্থল অভিযানে এখন পর্যন্ত ৪০২ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এর মধ্যে গত সপ্তাহে উত্তর গাজায় তিন সেনা নিহত হন। বেইত হানুনে ট্যাংকের ওপর বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে হামাস তাদের হত্যা করে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুসারে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট ৪৬,৫৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া অসংখ্য আহত মানুষের চিকিৎসার জন্য পর্যাপ্ত সেবা নেই, যার ফলে মানবিক বিপর্যয় ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
গত অক্টোবর থেকে উত্তর গাজায় ইসরায়েলি অভিযান নতুন মাত্রা পেয়েছে। বেইত হানুন, জাবালিয়া, এবং বেইত লাহিয়া এলাকায় সংঘর্ষ তীব্রতর হয়েছে। আইডিএফ গাজার উত্তর প্রান্তে হামাসের শক্ত ঘাঁটিগুলো ধ্বংস করতে ব্যাপক বোমাবর্ষণ করছে।
ইসরায়েলের হামলা ও ফিলিস্তিনের প্রতিরোধে ব্যাপক প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই বর্বর অভিযান বন্ধের আহ্বান জানালেও সংঘর্ষের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।