দেশে প্রথম রিওভাইরাস শনাক্ত, শীতকালে সতর্কতা ও যত্ন নেওয়ার পরামর্শ
- By Jamini Roy --
- 10 January, 2025
বাংলাদেশে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত করেছে ইনস্টিটিউট অব এপিডেমিওলোজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর)। তবে, এখন পর্যন্ত আক্রান্ত পাঁচজনের শরীরে ভাইরাসটির কোনো গুরুতর লক্ষণ দেখা যায়নি। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই। শীতকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য যত্ন নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গবেষকদের মতে, রিওভাইরাস মূলত হাঁচি এবং কাশির মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ব্যক্তি শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথাব্যথা, বমি এবং ডায়রিয়ার শিকার হতে পারে। এর চরম পর্যায়ে নিউমোনিয়া, এনকেফালাইটিস (মস্তিষ্কের প্রদাহ) পর্যন্ত হতে পারে। বিশেষ করে শিশুরা এবং বয়স্করা এই ভাইরাসে বেশি আক্রান্ত হয়।
আইইডিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরীন জানান, প্রতি বছর খেজুরের কাঁচা রস খেয়ে বহু মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। সম্প্রতি ৪৮ জনের নমুনা পরীক্ষার পর নিপাহ ভাইরাস না পাওয়ার পর, পাঁচজনের শরীরে রিওভাইরাস পাওয়া যায়। তিনি আরও জানান, দেশে এনকেফালাইটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে এর সঠিক কারণ খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই গবেষণার মাধ্যমে সেই রোগীদের চিকিৎসায় সহায়তা মিলবে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা রিওভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়ার জন্য শীতকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের খেয়াল রাখতে এবং তাদের যত্ন নেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশ্বে প্রথমবারের মতো রিওভাইরাস শনাক্ত হয় ১৯৫০ সালে। তবে, বাংলাদেশে এটি প্রথমবারের মতো শনাক্ত হওয়ায় এর প্রতিকার নিয়ে আরও গবেষণা ও সতর্কতা গ্রহণের প্রয়োজন রয়েছে।