Logo

খেলাধুলা    >>   রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ শিরোপা জয়

রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ শিরোপা জয়

রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ শিরোপা জয়

রংপুর রাইডার্স এক চমকপ্রদ পথচলার মাধ্যমে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতে নিয়েছে। প্রথম দুই ম্যাচে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা রংপুর শিরোপা জয় করবে, এমন আশা তখন দূর অস্ত। কিন্তু দলটি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি।

টস জিতে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে। দলের দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেলর অসাধারণ জুটি গড়েন। ১৪তম ওভারের শেষ বলে ১২৪ রানে এই জুটি ভাঙে। টেলর ৪৯ বলে ৬৮ রান করেন, যাতে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। অন্যদিকে সৌম্য সরকার শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের ইনিংস টেনে নিয়ে যান। তিনি ৫৪ বলে ৮৬ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ৫টি ছক্কা।

রান তাড়া করতে নেমে ভিক্টোরিয়া শুরুতে কিছুটা ভালো করলেও রংপুরের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে তাদের চেপে ধরেন। জো ক্লার্ক ২২ বলে ৪০ রানের লড়াকু ইনিংস খেললেও অন্য ব্যাটাররা বড় স্কোর করতে ব্যর্থ হন। ১৮.১ ওভারে ভিক্টোরিয়া ১২২ রানে অলআউট হয়।

রংপুরের হয়ে হারম্রিত সিং ৪ ওভারে ১৯ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। শেখ মেহেদী, সাইফ হাসান এবং রিশাদ হোসেন প্রত্যেকে নেন ২টি করে উইকেট।

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সৌম্য সরকার। পাঁচ ম্যাচে ১৪২.৪২ স্ট্রাইক রেটে দুইটি হাফ সেঞ্চুরিসহ ১৮৮ রান করেন তিনি। ফাইনালে তার ইনিংস ছিল ম্যাচ নির্ধারণী।

২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর রংপুর রাইডার্স আবারও তাদের আধিপত্য প্রমাণ করল। গ্লোবাল সুপার লিগে বিশ্বের সেরা পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলের মধ্যে নিজেদের শক্তি ও দৃঢ়তা দেখিয়ে এই সাফল্য অর্জন করে দলটি।

গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের শিরোপা জিতে বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করল রংপুর রাইডার্স।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert