মুঠোফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নতুন কর প্রত্যাহার
- By Jamini Roy --
- 22 January, 2025
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মুঠোফোন এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নতুন করে আরোপিত কর প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়েছে। এনবিআর বুধবার (২২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
এনবিআর জানিয়েছে, মুঠোফোন এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর নতুন যে কর আরোপ করা হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এর ফলে এই খাতের কর আগের মতোই থাকবে। এর আগে, ৯ জানুয়ারি, অপারেটর এবং গ্রাহকদের আপত্তি সত্ত্বেও ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট সেবায় খরচ বাড়ানোর জন্য এক নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছিল, যার ফলে ৫০০ টাকার সংযোগে গ্রাহকদের অতিরিক্ত ৭৭ টাকা গুণতে হত। এছাড়া মোবাইল সেবায় অতিরিক্ত ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের কারণে ১০০ টাকার রিচার্জে গ্রাহককে ৫৬ টাকা বেশি কর দিতে হতো। এর ফলে সম্পূরক শুল্ক, ভ্যাট এবং সারচার্জ মিলিয়ে গ্রাহকদের ২৮ টাকা ১০ পয়সার পরিবর্তে ২৯ টাকা ৮০ পয়সা দিতে হতো।
এটি সরকারের জন্য ১০০ টাকার রিচার্জে ৫৬ টাকা ৩০ পয়সা আয়ের ব্যবস্থা করত। তবে, এনবিআরের সিদ্ধান্তের পর, এই বাড়তি কর আরোপ আর হবে না এবং সেবার খরচ আগের অবস্থায় ফিরে এসেছে।
এনবিআর আশা করছে, এই পদক্ষেপটি গ্রাহকদের জন্য কিছুটা আর্থিক সুবিধা বয়ে আনবে এবং সেবা ব্যবহারের খরচে কোনো বাড়তি চাপ সৃষ্টি হবে না।