বার্সার নাটকীয় জয়: রাফিনিয়ার শেষ মুহূর্তের গোলে উচ্ছ্বাস
- By Jamini Roy --
- 22 January, 2025
মঙ্গলবার (২১ জানুয়ারি) উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফুটবল বিশ্ব এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী হলো। পর্তুগালের লিসবনে বেনফিকার বিপক্ষে ৯ গোলের এক হাড্ডাহাড্ডি ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচজুড়ে ছিল নাটকীয় মোড়, ভুলের কারণে গোল হজম, এবং শেষ মুহূর্তে রাফিনিয়ার অসাধারণ গোলের মাধ্যমে বার্সার জয়।
খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে বার্সা। মাঝমাঠ থেকে আলভারো কারেরাসের লম্বা পাসে ভ্যানগেলিস পাভলিদিস দুর্দান্ত শটে বেনফিকাকে লিড এনে দেন। কোনো সুযোগ পাননি বার্সার গোলরক্ষক ভয়চেখ শেজনি। তবে লেভানদোভস্কির সফল পেনাল্টি গোলে ১৩তম মিনিটেই সমতায় ফেরে বার্সেলোনা।
২২তম মিনিটে শেজনির ভুলে আবারো এগিয়ে যায় বেনফিকা। বক্সের বাইরে বল ক্লিয়ার করতে গিয়ে সতীর্থ আলেহান্দ্রো বালদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ফাঁকা জায়গায় পাভলিদিসকে বল উপহার দেন তিনি। এরপর পেনাল্টি ফাউলের মাধ্যমে বেনফিকার হয়ে তৃতীয় গোলটি করেন পাভলিদিস।
দ্বিতীয়ার্ধে রাফিনিয়া দারুণ এক শটে ব্যবধান কমালেও ৬৮তম মিনিটে রোনাল্ড আরাহো একটি আত্মঘাতী গোল করে দলকে বিপদে ফেলে দেন।
তবে এখানেই শেষ হয়নি নাটক। ৭৮তম মিনিটে লেভানদোভস্কি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান। ৮৬তম মিনিটে এরিক গার্সিয়ার দারুণ হেড সমতায় ফেরায় বার্সাকে।
শেষমেশ যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে প্রতি আক্রমণে রাফিনিয়া অসাধারণ দক্ষতায় গোল করে দলকে এগিয়ে দেন। রেফারির ভিআর চেকেও গোল বৈধ প্রমাণিত হয়।
এই জয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বার্সা টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে। বেনফিকা সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রয়েছে।
অন্যদিকে, লিলেকে ২-১ ব্যবধানে হারিয়ে লিভারপুল ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।