Logo

খেলাধুলা    >>   চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলকে দেয়া হবে 'সাদা ব্লেজার'

চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলকে দেয়া হবে 'সাদা ব্লেজার'

চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী দলকে দেয়া হবে 'সাদা ব্লেজার'

আগামী মাসের ১৯ তারিখ মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং তার এক মাস আগে উন্মোচন করা হল চ্যাম্পিয়ন্স ট্রফির সাদা ব্লেজার। পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার ওয়াসিম আকরাম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে এই বিশেষ পোশাকটি প্রকাশ করেছেন। আইসিসির প্রকাশিত সেই ভিডিওতে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি, চ্যাম্পিয়নদের সাদা ব্লেজারের মাপকাঠি এবং কাটিংয়ের কিছু দৃশ্য দেখানো হয়।

ওয়াসিম আকরাম ভিডিওতে বলেন, “যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে, চ্যাম্পিয়নরা তখন সবকিছু বাজি রাখে।” চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের প্রতিটি সদস্য এই সাদা ব্লেজার পরবেন, যা তাদের শ্রেষ্ঠত্ব এবং অর্জনকে প্রতিফলিত করবে। আইসিসির প্রকাশিত ভিডিওটির শিরোনাম ছিল, “আইকনিক সাদা জ্যাকেটটি আবার ফিরে এসেছে।”

ভিডিওটির দৈর্ঘ্য ছিল ১ মিনিট ৪৯ সেকেন্ড, যেখানে ক্রিকেটের ঐতিহাসিক কিছু মুহূর্ত তুলে ধরা হয়। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের উদযাপন, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সরফরাজ আহমেদের নেতৃত্বে পাকিস্তান দলের সাদা ব্লেজার পরে শিরোপা উদযাপন এবং ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস—এসব দৃশ্যও ভিডিওতে অন্তর্ভুক্ত করা হয়।

এই সাদা ব্লেজারের মধ্যে একটি গভীর ইতিহাস ও গর্বের প্রতীক রয়েছে, যা চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্যদের জন্য একটি বিশেষ সম্মান। প্রতিটি ক্রিকেটার এই পোশাকের মাধ্যমে একে অপরের সঙ্গে একটি অনন্য বন্ধনের অনুভূতি পাবেন।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসরকে ঘিরে বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে। সাদা ব্লেজারের উন্মোচনটি আরও একবার চ্যাম্পিয়ন্স ট্রফির মহিমা ও গুরুত্বকে তুলে ধরছে। চ্যাম্পিয়ন্স ট্রফির এই নতুন সংস্করণে কে বিজয়ী হবে, তা এখনই বলতে পারা যাচ্ছে না, তবে এটি একটি ইতিহাস রচনার উপলক্ষ হতে চলেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert