Logo

রাজনীতি    >>   বুধবার আগরতলা অভিমুখে বিএনপির তিনটি সংগঠনের লংমার্চ

বুধবার আগরতলা অভিমুখে বিএনপির তিনটি সংগঠনের লংমার্চ

বুধবার আগরতলা অভিমুখে বিএনপির তিনটি সংগঠনের লংমার্চ

ভারতের সহকারী হাইকমিশনে হামলা ও উসকানিমূলক অপপ্রচারের প্রতিবাদে বিএনপির তিন সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল—আগামী ১১ ডিসেম্বর থেকে রাজধানীর নয়াপল্টন থেকে যৌথ লংমার্চের ঘোষণা দিয়েছে।

এই ঘোষণা সোমবার (৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না প্রদান করেন। তিনি জানান, লংমার্চের গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত।

মোনায়েম মুন্না বলেন, ‘‘ভারতের হাইকমিশনে সহিংস ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা ভারতের মৌন সমর্থনকেই নির্দেশ করে। কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। ভারত এখন ক্রিমিনালদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত দিচ্ছে।’’

তিনি আরও বলেন, ‘‘শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বিব্রত করা হচ্ছে। ভারত কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার। ১১ ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত এই লংমার্চ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে থাকবে। আমরা ভূখণ্ডের বিরুদ্ধে যেকোনো চক্রান্তে সোচ্চার থাকব।’’

এর আগে রোববার (৮ ডিসেম্বর) দিল্লির অপপ্রচার বন্ধের দাবিতে বিএনপির এই তিন অঙ্গ সংগঠন ঢাকা থেকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করে। নয়াপল্টন থেকে শুরু হওয়া এই পদযাত্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং রামপুরায় পুলিশের অনুরোধে পদযাত্রা শেষ করে হাইকমিশনে স্মারকলিপি দেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert


TOP