Logo

আন্তর্জাতিক    >>   ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব: পরিস্থিতি দেখতে লস অ্যাঞ্জেলেস যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব: পরিস্থিতি দেখতে লস অ্যাঞ্জেলেস যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব: পরিস্থিতি দেখতে লস অ্যাঞ্জেলেস যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন করে দাবানল ভয়াবহ রূপ ধারণ করেছে। তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এরই মধ্যে দাবানলে পুড়ে গেছে বিস্তীর্ণ এলাকা। সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে স্থানীয় প্রশাসন।

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকায় স্থানীয় সময় বুধবার দাবানল শুরু হয়। আগুনে হাজার হাজার একর জমি পুড়ে গেছে। এছাড়াও, দাবানল ছড়িয়ে পড়েছে সান দিয়েগো ও ওশানসাইড এলাকার কাছাকাছি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, তীব্র বাতাস আগুনের গতিপথ আরও শক্তিশালী করছে। দমকলকর্মীরা দিনরাত কাজ করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন।

এর আগে, মাত্র ১০ দিন আগে লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের ভয়াবহ দাবানল হয়। ওই দাবানলে প্রাণ হারান অন্তত ২৮ জন। পুড়ে যায় ১৫ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। দাবানল কবলিত এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে আগের দাবানলে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৫ হাজার কোটি মার্কিন ডলার। এর মধ্যে আবারও শুরু হলো দাবানল। বিশেষজ্ঞরা বলছেন, এই দাবানল পরিবেশ এবং অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতি করবে।

দাবানলের ভয়াবহ পরিস্থিতি সরেজমিনে দেখতে স্থানীয় সময় শুক্রবার লস অ্যাঞ্জেলেস সফর করবেন সদ্য অভিষিক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সান্ত্বনা দেবেন এবং তাদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা করবেন।

সফরসূচি অনুযায়ী, ট্রাম্প প্রথমে নর্থ ক্যারোলাইনার হারিকেন হেলেন আঘাত হানা এলাকাগুলো পরিদর্শন করবেন। এরপরে তিনি লস অ্যাঞ্জেলেসে দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা দেখবেন।

দাবানল পরিদর্শনের পর প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ার পার্শ্ববর্তী রাজ্য নেভাদায় যাবেন। তিনি লাস ভেগাসে তার ব্যবসা প্রতিষ্ঠান ট্রাম্প টাওয়ার পরিদর্শনের পাশাপাশি এবারের নির্বাচনে তাকে বিজয়ী করায় ভোটারদের ধন্যবাদ জানাবেন।

এটি প্রথমবার নয়, ২০১৮ সালেও প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ার দাবানলে ক্ষতিগ্রস্ত প্যারাডাইস এলাকা পরিদর্শন করেছিলেন। ওই সময়ে তিনি দাবানল পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা উন্নত করার পরামর্শ দিয়েছিলেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert