হামাসের হাতে মুক্তি পেল আরও তিন ইসরাইলি জিম্মি
- By Jamini Roy --
- 01 February, 2025
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ধাপের চতুর্থ পর্যায়ে আরও তিন ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। শনিবার (১ ফেব্রুয়ারি), দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। এই মুক্তির ঘটনায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুক্তি পাওয়া ইসরাইলি জিম্মিরা হলেন ৩৪ বছর বয়সী ইয়ারদেন বিবাস, ৬৫ বছর বয়সী মার্কিন-ইসরাইলি কিথ সিগেল এবং ৫৩ বছর বয়সী ফরাসি-ইসরাইলি অফার ক্যালদেরন।
হামাস জানিয়েছে, মুক্তি পাওয়া তিন জিম্মির বিনিময়ে ইসরাইল ১৮৩ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মুক্তি পাওয়া দুজন ইতোমধ্যে ইসরাইলে পৌঁছেছেন এবং অন্যজনকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান। এর আগে, তিন দফায় ১০ ইসরাইলি এবং পাঁচ থাই নাগরিককে মুক্তি দেওয়া হয়েছিল।
গাজার যুদ্ধবিরতি চুক্তি গত ১৯ জানুয়ারি কার্যকর হয়, যার পর থেকে উদ্বাস্তু ফিলিস্তিনিরা তাদের বাড়িতে ফিরে আসা শুরু করে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, প্রথম ছয় সপ্তাহে হামাস ৩৩ জন নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও আহত বন্দিকে মুক্তি দেবে, যেখানে প্রতি বেসামরিক জিম্মির জন্য ইসরাইল ৩০ জন বন্দি এবং প্রতি সেনার জন্য ৫০ জন বন্দি মুক্তি দেবে।
ফেব্রুয়ারির ৪ তারিখে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার কথা। এই ধাপে, অবশিষ্ট সব জিম্মির মুক্তির বিনিময়ে ইসরাইলি কারাগারে থাকা আরও ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে। পাশাপাশি, ইসরাইলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করা হবে এবং টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।