Logo

সাহিত্য সংস্কৃতি    >>   সুফিয়ান আহমেদ চৌধুরীর একগুচ্ছ ছড়া

সুফিয়ান আহমেদ চৌধুরীর একগুচ্ছ ছড়া

সুফিয়ান আহমেদ চৌধুরীর একগুচ্ছ ছড়া

সুফিয়ান আহমেদ চৌধুরীর একগুচ্ছ ছড়া

আলোড়ন

মন জুড়ে আলোড়ন
আজ দিনে সে কি!
বাংলা ভাষা মধুভাষা
মুখে মুখে দেখি।

এই একুশের দিনে
রক্তে রাঙা ভাষা,
আজ বিশ্ব বুকে ওই
ভাষা স্বর্ণ আশা।

ভোরবেলা পাখি ঠোঁটে 
ভাষা সুরে সুরে,
আলোড়ন ঘরে ঘরে
ভাষা মুখ জুড়ে।

ভাষা নিয়ে ধন‍্য জাতি
গর্বে ভরা সুখে,
বাঙালির ভাষা বাংলা 
খই ফুটে মুখে।

বুকে বুকে কালো ব‍্যাজ
শোকগাঁথা ঠোঁটে,
মিছিলের ছড়াছড়ি 
রাজপথে ছোটে।

বীর শহিদের ছবি
আজ দিনে রাঙা,
ভাষা ধরে রাখবেই
ভাষা তাজা-চাঙা।

সোনার কাঠি যাদুর কাঠি

সোনার কাঠি যাদুর কাঠি
প্রাণের বাংলা ভাষা,
মায়ের ভাষা মুখের ভাষা
মধুর স্বর্ণ আশা।

চাষির কন্ঠে মাঝির কন্ঠে
বাংলা ভাষার বুলি,
 উঠছে ফুটে ভাষার জয়
শিল্পীর রঙ তুলি।

ভাষার গানে স্বদেশ জুড়ে 
দেয় তো কী যে দোলা,
বাংলা ভাষার কদর বাড়ে
যায় না ভাষা ভোলা।

খোকার হাতে খুকুর হাতে
বর্ণের রাঙা বই,
বর্ণমালায় ফুটছে মুখে
বাংলা ভাষার খই।

আমার ভাষা তোমার ভাষা
গর্ব ভাষার জন‍্য,
বিশ্বের বুকে ভাষার জয়
মুখের ভাষা ধন‍্য।

মায়ের হাসি মায়ার হাসি

মায়ের হাসি মায়ার হাসি
আজও চোখে ভাসে,
মায়ের মায়া মায়ের ছায়া
আমার  মা তো পাশে।

শৈশববেলা কৈশোরবেলা
আদর যত্ন কী যে,
সে সব কথা পড়ছে মনে
দু'চোখ জলে ভিজে।

সকাল বেলা মায়ের ডাকে
ভাঙ্গতো সুখ ঘুম,
খিচুড়ি স্বাদ মজার নাস্তা
কতই খুশি ঝুম।

পড়ার বেলা টেবিলে দুধ
মায়ের হাতের ছোঁয়া,
শীতের দিনে খেজুর পিঠে
 আর মুড়ির মোয়া।

মায়ের হাসি মায়ার হাসি
যায় না মায়া ভোলা,
স্মৃতিতে মা তো মনটা জুড়ে 
দেয় তো মন দোলা।

ফাগুন আসে 

ফাগুন আসে আগুন মাসে
ভাষার মিছিল জাগে,
মুখের ভাষা বাংলা ভাষায়
সাহস  মনে যে জাগে।

বসন্ত কোকিল ডাকছে গাছে
সাত সকালে ডাকে,
ফাগুন দিনের আগুন মিছিল 
খোকন রঙে আঁকে।

শহিদ মিনারে ফুলের ডালি
রাঙিয়ে মন যায়,
ভাষার গানে ভাষার মিছিল 
ফাগুনে গর্বে যায়।

ফাগুন আসে রাঙা পলাশ
ফাগুনে বাংলা বুলি,
ভায়ের রক্তে  ভাষার জয়
কেমন করে ভুলি।

ফাগুন আসে আগুন মাসে
কদর পায় ভাষা,
বিশ্বের বুকে ভাষার মান
কতই স্বর্ণ আশা।

 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert