চ্যাম্পিয়ন্স ট্রফি: ও শামি ও বুমরাহকে রেখেই ভারতের দল ঘোষণা
- By Jamini Roy --
- 18 January, 2025
ভারতীয় দলের পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনিশ্চয়তা থাকলেও তাকে রেখেই দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। পিঠের চোটের কারণে বুমরাহের খেলা নিয়ে সংশয় ছিল। তবে তার সেরে ওঠার উপর আস্থা রেখে নির্বাচক প্যানেল তাকে দলে রেখেছে। বুমরাহ সর্বশেষ খেলেছেন ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। একই ফাইনালে চোট পান আরেক অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।
শামির জন্য সময়টা আরও কঠিন ছিল। গোড়ালির চোটের কারণে প্রায় এক বছর মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর ঘরোয়া ক্রিকেটে ফিরে আবার চোট পান। সব মিলিয়ে প্রায় ১৪ মাস পর জাতীয় দলে ফিরলেন এই অভিজ্ঞ পেসার। তাদের সঙ্গী হিসেবে পেস আক্রমণে আছেন হার্দিক পান্ডিয়া।
বুমরাহ এবং শামি ছাড়াও টেস্ট এবং ওয়ানডে দলে নিয়মিত মুখ মোহাম্মদ সিরাজ। কিন্তু এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে নেওয়া হয়নি। নির্বাচক প্যানেল ভরসা রেখেছে টি-টোয়েন্টির নিয়মিত মুখ আর্শদীপ সিংয়ের ওপর। পেস আক্রমণে হার্দিক পান্ডিয়াও হাত ঘুরাবেন।
দলের নেতৃত্বে আছেন রোহিত শর্মা। তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শুভমান গিলকে। প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। যদিও এখনো ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়নি তার, তবে তিনি এর আগে ১৯টি টেস্ট এবং ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন।
স্পিন বিভাগে রয়েছেন কুলদ্বীপ যাদব। তাকে সঙ্গ দিতে আছেন তিন অলরাউন্ডার—ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। দলটি ভারসাম্যপূর্ণ করার জন্য ব্যাটিং এবং বোলিংয়ের দুই দিকেই অলরাউন্ডারদের ভূমিকা রাখার সুযোগ রাখা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে প্রস্তুতি হিসেবে ভারত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজটি শুরু হবে ৬ ফেব্রুয়ারি, দ্বিতীয় ম্যাচ হবে ৯ ফেব্রুয়ারি এবং শেষ ম্যাচটি ১২ ফেব্রুয়ারি। বুমরাহর অনিশ্চয়তার কারণে হার্শিত রানাকে এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই দলটি নিয়েই ভারত ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে।
ভারতীয় দল
অধিনায়ক: রোহিত শর্মা
সহ-অধিনায়ক: শুভমান গিল
বাকি সদস্যরা: জাসপ্রিত বুমরাহ, রিশাভ পন্ত, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা।