Logo

খেলাধুলা    >>   নেইমারের বার্সেলোনা ছাড়ার কারণ: মেসির ছায়া নাকি বন্ধুত্বের টান?: জানালেন নিজেই

নেইমারের বার্সেলোনা ছাড়ার কারণ: মেসির ছায়া নাকি বন্ধুত্বের টান?: জানালেন নিজেই

নেইমারের বার্সেলোনা ছাড়ার কারণ: মেসির ছায়া নাকি বন্ধুত্বের টান?: জানালেন নিজেই

বার্সেলোনা ছেড়ে যাওয়ার নেইমারের সিদ্ধান্ত ফুটবল জগতে তখন ছিল বড় আলোচনার বিষয়। ২০১৭ সালে পিএসজিতে পাড়ি জমালেও বার্সেলোনার হয়ে তার পারফরম্যান্স ছিল অপ্রতিরোধ্য। মেসি-নেইমারের জুটি তখন প্রতি মৌসুমে একশরও বেশি গোল ও অ্যাসিস্টে অবদান রাখছিল। কিন্তু এই জুটি ভেঙে চার বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ছাড়ার সময় নেইমারের দলবদল নিয়ে তৈরি হয় নানা জল্পনা।

অনেকে মনে করেন, বার্সেলোনায় মেসির ছায়ায় থাকতে চায়নি নেইমার। আবার অনেকে বলেন, বড় অঙ্কের টাকা তার পিএসজিতে যাওয়ার অন্যতম কারণ। কিন্তু নেইমার সম্প্রতি বিষয়টি নিয়ে খোলাসা করলেন।

এক পডকাস্টে স্বদেশি কিংবদন্তি রোমারিওর সঙ্গে আলাপচারিতায় নেইমার বলেন, "আমি বার্সেলোনা ছাড়তে চাইনি। আমি চেয়েছিলাম বিশ্বসেরা হতে। মেসি আমাকে বলেছিল, ‘তুমি কেন বার্সেলোনা ছাড়ছো? আমি তোমাকে বিশ্বসেরা বানাব।’ কিন্তু ব্যাপারটা ছিল আরও ব্যক্তিগত।"

তিনি আরও যোগ করেন, "অবশ্যই, পিএসজিতে বার্সেলোনার চেয়ে বেশি অর্থ ছিল। এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। তবে এটা শুধু অর্থের বিষয় ছিল না।"

নেইমারের সিদ্ধান্তে একটি বড় প্রভাব ছিল পিএসজিতে ব্রাজিলিয়ান খেলোয়াড়দের উপস্থিতি। দানি আলভেজ, থিয়াগো সিলভা, মার্কুইনহোস ও লুকাস মৌরার মতো বন্ধুরা তখন পিএসজির গুরুত্বপূর্ণ অংশ। নেইমার জানান, "পিএসজিতে আমার অনেক বন্ধু ছিল। তাদের সঙ্গে খেলার জন্যই আমি রোমাঞ্চিত ছিলাম। এটা আমাকে বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিতে সাহায্য করে।"

তবে তিনি জোর দিয়ে বলেন, "আমি বিশ্বসেরা হওয়ার জন্য বার্সেলোনা ছাড়িনি।"

মেসি ও নেইমারের বন্ধুত্ব ফুটবল জগতে বরাবরই আলোচিত। মেসি বারবার তাকে আটকানোর চেষ্টা করেছিলেন, এমনকি তাকে বিশ্বসেরা বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত ও পেশাগত কারণে নেইমার সেই সময় পিএসজিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।

বার্সেলোনায় তাদের সময় ছিল স্মরণীয়। কিন্তু নেইমারের দলবদল দেখিয়ে দেয়, পেশাদার ফুটবলে বন্ধুত্বের বাইরেও অনেক বাস্তবতা কাজ করে। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert