শেষ ভাষণেও বাইডেন ট্রাম্পকে নিশানা করলেন
- By Jamini Roy --
- 16 January, 2025
আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায় নিতে চলেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিদায়ের আগে তিনি তাঁর শেষ ভাষণে যুক্তরাষ্ট্রে ‘বিপজ্জনক গোষ্ঠীশাসন’ প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার ওভাল অফিসে জাতির উদ্দেশে দেওয়া বিদায়ী ভাষণে তিনি এই উদ্বেগ জানান।
যদিও বাইডেন তাঁর ভাষণে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের নাম না নিলেও, তাঁর বক্তব্যে ‘নিশানা’ ছিল স্পষ্ট। তিনি বলেন, “বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে একটি অভিজাত গোষ্ঠী শাসন প্রতিষ্ঠিত হতে চলেছে। এই পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য বিপজ্জনক।” তিনি আরও বলেন, “আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে।”
ট্রাম্পের প্রথম মেয়াদে তাঁর বিতর্কিত পদক্ষেপের কথা উল্লেখ করে বাইডেন বলেন, “আমেরিকার নাগরিকদের ভুল এবং মিথ্যা তথ্য দেওয়া শুরু হয়েছে, যার ফলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ তৈরি হবে। সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে।” তিনি যোগ করেন যে, ট্রাম্পের শাসন আমলে যে পরিবেশগত ও জলবায়ু পরিবর্তন প্রতিরোধের পদক্ষেপ নেওয়া হয়েছিল, তা তিনি আবার পাল্টে ফেলতে পারেন, যা বাইডেনের জন্য উদ্বেগের বিষয়।
গত বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রার্থীতা নিয়ে তাঁর দলের মধ্যে সংশয় ছিল। শিকাগোয় ডেমোক্র্যাটদের জাতীয় কনভেনশনে বাইডেন নিজেই তাঁর প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম সুপারিশ করেছিলেন। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে বিদায়বেলায় বাইডেন সেই সিদ্ধান্ত নিয়ে কিছুটা আক্ষেপ করেছেন। তিনি ১০ জানুয়ারি সাংবাদিকদের বলেন, “আমি মনে করি ট্রাম্পকে হারাতাম, আমি মনে করি কমলাও তাঁকে হারাতে পারতেন।” তবে নির্বাচনের ফলাফল বলছে, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ৩১২-২২৬ ইলেক্টোরাল ভোটের ব্যবধানে কমলাকে হারিয়েছেন।
বাইডেনের বিদায়ের পর, ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে ফিরে যাওয়ার সুযোগ পেতে যাচ্ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হবে ২০২৪ সালের জানুয়ারিতে।