Logo

অপরাধ    >>   আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা: সরকার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা: সরকার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা: সরকার নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সরকারের প্রধান উপদেষ্টা কর্তৃক পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করা হয়।

সরকার ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে নির্দেশ দিয়েছে এবং ইতোমধ্যে হামলার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। সরকারি বিবৃতিতে আরো বলা হয়, অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে আরও বলা হয়, বাংলাদেশে জাতিগত বিদ্বেষ ও ধর্মান্ধতার জন্য কোনো স্থান নেই। সম্প্রতি, ২০১৩ সালের গণ-অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থান এ বাধা দেওয়ার কোনো চেষ্টা গ্রহণযোগ্য নয়।

বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি প্ল্যাটফর্মের ব্যানারে আসা লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে নারীও রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুসংখ্যক আদিবাসী ছাত্র-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে। এরপর তারা মতিঝিলের এনসিটিবি ভবন ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হন। এর কিছু সময় পর স্টুডেন্টস ফর সভারেন্টি ব্যানারে থাকা লোকজন আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এই হামলায় আহতদের উদ্ধার করে ভ্যান-রিকশায় করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টির সূত্রপাত ঘটে নবম ও দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সহ একটি গ্রাফিতি যুক্ত করা নিয়ে। এই গ্রাফিতির প্রতিবাদ জানিয়ে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভারেন্টি। সরকারের তরফে এই গ্রাফিতি বাতিল করা হয় এবং পাঠ্যবইয়ের পিডিএফ সংস্করণ থেকে এটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি সংযুক্ত করা হয়।

সরকারের বিবৃতিতে বলা হয়েছে যে, জাতিগত বিদ্বেষ ও সহিংসতার বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে এবং কোনোভাবেই দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট হতে দেওয়া হবে না।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert