Logo

আন্তর্জাতিক    >>   ১লা ফ্রেব্রেুয়ারি নিউইয়র্ক হিন্দু হেরিটেজ-এর সরস্বতী পূজা

১লা ফ্রেব্রেুয়ারি নিউইয়র্ক হিন্দু হেরিটেজ-এর সরস্বতী পূজা

১লা ফ্রেব্রেুয়ারি নিউইয়র্ক হিন্দু হেরিটেজ-এর সরস্বতী পূজা

আগামী ১লা ফেব্রুয়ারি দিনব্যাপী সরস্বতী পূজা অনুষ্ঠান করবে নিউইয়র্ক হিন্দু হেরিটেজ। নিউইয়র্ক শহরের কুইন্সে ফ্রেশমেডো এলাকায় গুজরাটি সমাজ মিলনায়তনে (17315 Horace Harding Expy, Fresh Meadows, NY11365) এই পূজা অনুষ্ঠানের শুরু হবে এদিন দুপুর ১২টায় এবং রাত ১২টা অবধি তা চলবে। পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ভয়েস অব ইন্ডিয়া চ্যাম্পিয়ন কণ্ঠশিল্পী রেশমি গোস্বামী। এই সঙ্গীতানুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। এছাড়া প্রসাদ বিতরণ চলবে দুপুর ২টা থেকে রাত ৮টা অবধি। পূজার মিলনায়তনে রকমারি পণ্যের স্টল থাকবে। স্টলের জন্য যোগাযোগ করতে পারেন নবীন ঘোষ (নারায়ণ সেলফোন ৬৪৬-৮৮৬-২২৬১), রাজীব দে (৬৩১-৫২২-২৩১০ ও সৌমিক চৌধুরী (৯২৯-২৩১-৫১০০)। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert