Logo

রাজনীতি    >>   ফখরুলের হুঁশিয়ারি: প্রয়োজন হলে আবারও রাজপথে নামবেন

ফখরুলের হুঁশিয়ারি: প্রয়োজন হলে আবারও রাজপথে নামবেন

ফখরুলের হুঁশিয়ারি: প্রয়োজন হলে আবারও রাজপথে নামবেন

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বিরাজনীতিকরণ বা মাইনাস টু দেখতে চাই না। জঙ্গিবাদ দেখতে চাই না। উদার গণতন্ত্র দেখতে চাই।" তিনি আরও বলেন, "অন্তর্বর্তী সরকারকে সময় দিচ্ছি, তবে তা কতদিন? যতদিন যৌক্তিকভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব।"

ফখরুল বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিএনপির সদস্য নয় বলে দাবি করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি প্রয়োজন হয়, তাহলে আবার রাজপথে নামতে হবে এবং বুকের রক্ত দিয়ে দেশে জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। বহু মানুষের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে। সাময়িক বিজয়টি ধরে রাখতে হলে আমাদের সুসংহত থাকতে হবে। সরকার পরিবর্তনের ফলে মানুষ নানা দাবি নিয়ে বেরিয়ে আসছে। আগে জমি বিক্রি করে আওয়ামী লীগের এমপিদের কাছে চাকরির জন্য টাকা দিয়েছিল। দেশের পরিবর্তন না হলে জাতি চরম হতাশায় পড়বে।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "বিএনপি ক্ষমতায় এসেছে এমন মনে করে হাওয়ায় যেন না ভাসি। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

ফখরুল জানান, "স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষাব্যবস্থা। যে দলটি গণতন্ত্রের পুরোধা বলে দাবি করেছিল, তার কারণেই দেশে গণতন্ত্র নিহত হয়েছে। বর্তমান সরকার বৈষম্যের পাহাড় গড়ে তুলেছে।"

তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন, বলেন, "দুর্নীতি দূর করতে হবে, না হলে কিছুই করতে পারব না। আমরা ব্যর্থ হইনি, আগেও জিতেছি, এবারও জয়ী হব।"

এই সময় তিনি আরও জানান, "বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এবং তাকে চিকিৎসার জন্য বাইরে নেওয়ার চেষ্টা চলছে।"





P.S 220 Winter concert

P.S 220 Winter concert


TOP