ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর
- By Jamini Roy --
- 17 January, 2025
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি জাতিসংঘ-নির্ধারিত সিরিয়ার বাফার জোন থেকে ইসরাইলি সেনাদের অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিরিয়ার রাজধানী দামেস্কে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারাও উপস্থিত ছিলেন।
শেখ মোহাম্মদ ইসরাইলি সেনাদের বাফার জোন দখলকে দায়িত্বজ্ঞানহীন এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “ইসরাইলি দখলদারদের এই আগ্রাসী পদক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। জাতিসংঘের বাফার জোনে এমন কার্যকলাপ গ্রহণযোগ্য নয়।”
১৯৭৪ সালে জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতির অংশ হিসেবে বাফার জোনটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরাইলি সেনারা এই অঞ্চলে প্রবেশ করে।
সম্প্রতি ইসরাইল এই অঞ্চলে সামরিক ইউনিট মোতায়েন করেছে এবং এর জেরে সিরিয়াজুড়ে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা চরমপন্থীদের হাতে অস্ত্র পৌঁছানো বন্ধ করতে এই অভিযান পরিচালনা করছে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বলেন, “গোলান মালভূমির পাশে অবস্থিত বাফার জোনের ওপর ইসরাইলি আগ্রাসন আন্তর্জাতিক শান্তির জন্য হুমকিস্বরূপ। এটি শুধু সিরিয়ার সার্বভৌমত্ব নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেও প্রশ্নবিদ্ধ করছে।”
অন্যদিকে, সিরিয়ার নেতা আল-শারা সংবাদ সম্মেলনে ইসরাইলি দখলের সমালোচনা করেন। তিনি বলেন, “ইরানি মিলিশিয়া ও হিজবুল্লাহর উপস্থিতিকে অজুহাত বানিয়ে ইসরাইল এই অঞ্চলে প্রবেশ করেছে। কিন্তু দামেস্ক মুক্ত হওয়ার পর তাদের উপস্থিতি আর নেই। তবু ইসরাইলি সেনারা দখলদারিত্ব চালাচ্ছে।”
আল-শারা আরও জানান, সিরিয়া জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীকে বাফার জোনে স্বাগত জানাতে প্রস্তুত। কাতার ও পশ্চিমা দেশগুলোকে একত্রিত হয়ে ইসরাইলের বিরুদ্ধে চাপ প্রয়োগ করার আহ্বানও জানান তিনি।
মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে কাতার এবং সিরিয়া এখন পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলোর সহায়তা প্রত্যাশা করছে। কাতার বলছে, তারা এ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে কার্যকর ভূমিকা রাখতে প্রস্তুত।