যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমারের ইউক্রেন সফরে ১০০ বছরের অংশীদারিত্ব চুক্তি
- By Jamini Roy --
- 17 January, 2025
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন এবং তার মিত্রদের প্রতি সমর্থন জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ঐতিহাসিক সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। এই সফরে দুদেশের মধ্যে ‘১০০ বছরের অংশীদারিত্ব’ চুক্তি সই হয়েছে, যা কিয়েভকে দীর্ঘমেয়াদে সমর্থন দেয়ার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
জুলাই মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি স্টারমারের প্রথম ইউক্রেন সফর। এ সফরে তিনি দুই দেশের মধ্যে সম্পর্ককে ‘আগের চেয়ে আরও ঘনিষ্ঠ’ হিসেবে বর্ণনা করেন এবং এর প্রশংসা করেন। তিনি বলেন, "যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তা এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকতে হবে।"
স্টারমার আরও উল্লেখ করেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা হলেও ইউক্রেনের সার্বভৌমত্ব এবং প্রতিরক্ষা নিশ্চিত করা অপরিহার্য। এছাড়া যুক্তরাজ্যের পক্ষ থেকে ইউক্রেনের প্রতি সামরিক ও মানবিক সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে যুদ্ধ থামানোর আগ পর্যন্ত ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বৃহস্পতিবার সই হওয়া অংশীদারিত্ব চুক্তিকে তিনি ‘সত্যিই ঐতিহাসিক’ বলে অভিহিত করেন এবং বলেন, এটি ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করার পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম বড় সামরিক মিত্র হিসেবে কাজ করছে। এই চুক্তি দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও দৃঢ় করার একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, স্টারমারের সফরের মধ্যেই আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন। নির্বাচনী প্রচারণায় তিনি ইউক্রেনের চলমান তিন বছরের যুদ্ধের অবসানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে স্টারমারের বক্তব্যে বোঝা যায়, যুদ্ধবিরতির যেকোনো আলোচনায় ইউক্রেনের সার্বভৌমত্ব এবং সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার পাবে।
এই ঐতিহাসিক সফর এবং চুক্তি ইউক্রেন ও যুক্তরাজ্যের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা।