Logo

আন্তর্জাতিক    >>   মোজাম্বিকে নির্বাচনী সহিংসতায় ২১ জন নিহত

মোজাম্বিকে নির্বাচনী সহিংসতায় ২১ জন নিহত

মোজাম্বিকে নির্বাচনী সহিংসতায় ২১ জন নিহত

মোজাম্বিকের সাম্প্রতিক সাধারণ নির্বাচন পরবর্তী সময়ে ভয়াবহ সহিংসতায় অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। গত ৯ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা বাড়তে থাকে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর তাসের।

স্বরাষ্ট্রমন্ত্রী পাসকোল রোন্ডা জানান, সাংবিধানিক কাউন্সিল নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশের পর বিরোধী দলের নেতা ভেনানসিও মন্ডলেনের সমর্থকরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। এর মধ্যেই বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দেশটির উত্তর প্রদেশ কাবো ডেলগাডোতে বিরোধীদের একটি অংশ সক্রিয় ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছে বলে অভিযোগ করেছেন রোন্ডা।

স্থানীয় সংবাদমাধ্যম ভার্দাদে জানিয়েছে, রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরকারবিরোধী বিক্ষোভকারীরা ব্যারিকেড তৈরি করে গাড়ির টায়ারে আগুন দেয়। তারা বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে এবং দোকানপাট, অফিস, থানা, ব্যাংক ও ফিলিং স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায়।

মোজাম্বিকের নির্বাচন কমিশনের মতে, ক্ষমতাসীন দল ফ্রেলিমো নির্বাচনে জয়লাভ করেছে। এর ফলে ৪৯ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি আরও একটি মেয়াদ দেশ শাসনের সুযোগ পেয়েছে। তবে এই ফলাফল মেনে নেয়নি বিরোধীরা।

বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী ভেনানসিও মন্ডলেন এই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। সুশীল সমাজ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন।

মন্ডলেন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ১৫ জানুয়ারির মধ্যে সাংবিধানিক পরিষদ নির্বাচনের ফলাফল পুনর্গণনা করতে ব্যর্থ হয়, তবে তিনি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করবেন। তার এই ঘোষণার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

উল্লেখ্য, মোজাম্বিকে চলমান অস্থিরতা দেশটির রাজনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, সরকার এবং বিরোধীদের মধ্যে চলমান এই উত্তেজনা দ্রুত নিরসন না হলে সহিংসতা আরও তীব্র হতে পারে। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert


TOP