৩১ ডিসেম্বরের মধ্যেই আসছে সংবিধান সংস্কার সুপারিশ: আলী রিয়াজ
- By Jamini Roy --
- 03 November, 2024
রবিবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ জানান, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংবিধান সংস্কারের সুপারিশ কমিশন তুলে ধরবে। তবে রাজনৈতিক দলের সাথে সরাসরি আলোচনা হবে না।
অধ্যাপক রিয়াজ জানান, কমিশন সংযোজন, বিয়োজন এবং পুনর্লিখনের বিষয় নিয়ে কাজ করছে। রাজনৈতিক দলগুলোকে লিখিত মতামত পাঠানোর আহ্বান জানানো হবে। সংগঠন, বিশিষ্টজন এবং সাধারণ নাগরিকদের জন্যও প্রস্তাব জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এই প্রস্তাবগুলো আগামী ডিসেম্বরের সুপারিশে প্রতিফলিত হবে।
মঙ্গলবার থেকে কমিশনের ওয়েবসাইট চালু হবে যেখানে সাধারণ নাগরিকরা মতামত ও প্রস্তাব জমা দিতে পারবেন। আলী রিয়াজ জানান, গণমাধ্যমের মাধ্যমে এই ঠিকানা প্রচার করা হবে। কমিশন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, ক্ষমতার ভারসাম্য, এবং ফ্যাসিবাদের উত্থান প্রতিরোধে সংবিধান সংস্কার কাজ করছে বলে উল্লেখ করেন।
সংবিধান সংস্কার কমিশন আগামী প্রজন্মের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে গণমানুষের বিপ্লব এবং ফ্যাসিবাদী শাসনের পরিসমাপ্তি বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করতে চায়। আলী রিয়াজ বলেন, "চব্বিশ সালের গণঅভ্যুত্থান ছাড়া সংবিধান রচনা সম্ভব নয়। এটা জাতির ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।"
অধ্যাপক রিয়াজ জানান, কমিশন বিশিষ্ট আইনজীবী, সিভিল সোসাইটির নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আলোচনা করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদেরও মতামত সংগ্রহ করা হবে।
সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোর সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে কমিশন সরাসরি আলোচনার চেয়ে লিখিত মতামতকেই গুরুত্ব দিচ্ছে। "কমিশন প্রতিটি প্রস্তাব নিবিড়ভাবে পর্যালোচনা করবে এবং সুপারিশে তার প্রতিফলন ঘটাতে সচেষ্ট থাকবে," বলেন আলী রিয়াজ।
আলী রিয়াজ জানান, কমিশন ফ্যাসিবাদ রোধ, নির্বাহী বিভাগ-আইনসভা-বিচার বিভাগ পৃথকীকরণ এবং ক্ষমতার ভারসাম্য আনতে ৭টি মূল লক্ষ্য নিয়ে কাজ করছে।