Logo

খেলাধুলা    >>   যে কারণে কোচের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন সিকান্দার রাজা?

যে কারণে কোচের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন সিকান্দার রাজা?

যে কারণে কোচের দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন সিকান্দার রাজা?

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

বর্ণবৈষম্যমূলক আচরণের শিকার হয়ে স্থানীয় কোচ ব্লেসিং মাফুওয়ার বিরুদ্ধে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। অভিযোগ প্রমাণিত হলে বড় ধরনের শাস্তি হতে পারে মাফুওয়ার। আপাতত তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ওল্ড হারারিয়ানস স্পোর্টস ক্লাব মাঠে গত ১ জুনের ঘটনা সেটি। ভিগনে কাপের ম্যাচে রেইনবো ক্রিকেট ক্লাবের বিপক্ষে ওল্ড হারারিয়ানসের হয়ে খেলতে নেমেছিলেন রাজা। পাকিস্তানি বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী এই ক্রিকেটারের অভিযোগ, সেদিন ম্যাচ শেষে মাঠে ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে উদ্দেশ্য করে বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্য করেন রেইনবো ক্রিকেট ক্লাবের কোচ মাফুওয়া।

ঘটনার পূর্ণ তদন্ত দাবি করে রাজা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, দোষী প্রমাণিত হলে তাঁকে দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করা হোক, যেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কারও এমন অভিজ্ঞতার শিকার হতে না হয়। রাজার অভিযোগের পর কোচ ব্লেসিং মাফুওয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান তাফাদজাওয়া মাদোরো বলেন, আমাদের টি-টোয়েন্টি অধিনায়কের (সিকান্দার রাজা) বর্ণবাদী আচরণের শিকার হওয়ার একটি অভিযোগ আমরা গত সপ্তাহে পেয়েছি। তদন্ত প্রক্রিয়াধীন আছে। মঙ্গলবার (আগামীকাল) ব্লেসিং মাফুওয়া শুনানিতে হাজির হয়ে অভিযোগের জবাব দেবেন। এ সময়ে তিনি হারারে মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম থেকে নিষিদ্ধ থাকবেন।

মাদোরো আরও বলেন, বর্ণবাদের অভিযোগকে আমরা কখনোই হালকাভাবে নিই না। যত দ্রুত সম্ভব, আমরা তদন্তকাজ শেষ করব। ওই ম্যাচে ৫৬ বলে ৭৮ রানের ইনিংস খেলেন রাজা। ৫০ ওভারে ৯ উইকেটে ৪০২ রান তোলে তাঁর দল ওল্ড হারারিয়ানস। পরে ডিএলএস পদ্ধতিতে ম্যাচটি তারা জিতে নেয় ১৪২ রানে।

সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে দারুণ এক ক্যামিও উপহার দেওয়ার পর থেকেই আলোচনায় সিকান্দার রাজা। ২ চার ও ২ ছক্কায় তাঁর ৭ বলে অপরাজিত ২২ রানের ইনিংস লাহোর কালান্দার্সকে পিএসএলের ট্রফি এনে দিয়েছে। চ্যাম্পিয়ন দলটিতে তিনি সতীর্থ হিসেবে পেয়েছিলেন বাংলাদেশের তিন অলরাউন্ডার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে।