
বিশিষ্ট সংগঠক রণবীর বড়ুয়া বাপ্পির মাতার পরলোকগমন: মিনতি বড়ুয়ার মৃত্যুতে নিউইয়র্ক প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া
প্রজ্ঞা নিউজ ডেস্ক,, নিউইয়র্ক | ৮ জুন ২০২৫:
নিউইয়র্ক প্রবাসী বিশিষ্ট সংগঠক, সমাজসেবী ও কমিউনিটি লিডার বাবু রণবীর বড়ুয়া বাপ্পি’র গর্ভধারিণী শ্রদ্ধেয় মাতা মিনতি বড়ুয়া আর নেই। তিনি গত ৬ জুন ২০২৫, শুক্রবার সকাল ১১টায় নিউইয়র্কের কুইন্সের উডসাইড এলাকার নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোক করলে তাঁকে তাৎক্ষণিকভাবে কুইন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি রেখে গেছেন তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী।
মিনতি বড়ুয়া ছিলেন একজন ধর্মপরায়ণ স্নেহশীলা ও সমাজমনস্ক গৃহিণী। তাঁর জীবন ছিল সেবা, ধৈর্য, এবং নিঃস্বার্থ মমতার প্রতীক। প্রবাসে সন্তানদের সফলতা ও মানুষের জন্য কাজ করাকে তিনি গর্বের সঙ্গে গ্রহণ করেছিলেন।
তাঁর মৃত্যুতে নিউইয়র্কের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক ও সাংগঠনিক মহলে শুরু হয়েছে শ্রদ্ধাঞ্জলি ও সহানুভূতির বার্তা।
ডেমোক্রেটিক ডিস্ট্রিক্ট নেতা ও কমিউনিটি লিডার দিলীপ নাথ এক বিবৃতিতে বলেন,
“রণবীর বড়ুয়া বাপ্পির মা মিনতি বড়ুয়ার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবার যেন এই শোক কাটিয়ে ওঠার শক্তি পায়—সেই প্রার্থনাই করছি।”
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দ্বিজেন ভট্টাচার্য বলেন,
“মিনতি বড়ুয়া ছিলেন এক মহীয়সী নারী। তাঁর আত্মার চিরশান্তি ও নির্বাণ কামনা করছি। প্রিয় রণবীরদা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি জানাই গভীর সহমর্মিতা।”
ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিষ্ণু গোপ বলেন,
“সংগঠক ও কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে রণবীর বড়ুয়া একজন সম্মানিত ব্যক্তি। তাঁর মা মিনতি বড়ুয়ার প্রয়াণ আমাদের সবার জন্য বেদনার। প্রভু যেন তাঁকে চিরশান্তি দান করেন।”
ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ-এর সভাপতি ভজন সরকার বলেন,
“শ্রদ্ধেয় মিনতি বড়ুয়ার মৃত্যুতে কমিউনিটি একজন মমতাময়ী, সৌম্য ও গুণবতী নারীকে হারালো। তাঁর আত্মার সদগতি কামনা করছি।”
প্রজ্ঞা ফাউন্ডেশনের সিইও এবং প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা এক বিবৃতিতে বলেন,
“আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন এক অসাধারণ মা, যাঁর স্নেহে বড়ুয়া পরিবার বেড়ে উঠেছে। তাঁর প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা।”
এছাড়া নিউইয়র্ক প্রবাসী কমিউনিটির বিশিষ্ট মুখ অভিজিৎ ভট্টাচার্য, ডক্টর সবিতা দাস ,শংকর পারিয়াল,সুবল দেবনাথ , সুশান্ত দাস ,ভবতোষ মিত্র, জয়দেব গাইন ,গোবিন্দ বানিয়া , সনজিৎ ঘোষ, কুমার বাবুল , জুলি সাহা ,সুমন দাস পিয়াস ,পার্থ তালুকদার, প্রদীপ চন্দ্র সূত্রধর, পলাশ ঘোষ,অমিত বানিয়া-সহ অনেকেই মিনতি বড়ুয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা সবাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,
“তিনি ছিলেন আমাদের সবার শ্রদ্ধার নারী। প্রভু যেন তাঁর আত্মাকে শান্তিতে স্থান দেন।”
উল্লেখ্য, মিনতি বড়ুয়ার প্রয়াণ উপলক্ষে প্রবাসী বৌদ্ধ ধর্মাবলম্বীদের পক্ষ থেকেও বিভিন্ন প্রার্থনা ও ধর্মীয় কর্মসূচির আয়োজনের পরিকল্পনা চলছে।
মিনতি বড়ুয়ার স্মৃতি প্রবাসী সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আত্মার চিরশান্তি কামনা এবং পরিবারের প্রতি রইল প্রজ্ঞা পরিবারের গভীর সমবেদনা।