
লস অ্যাঞ্জেলসে ২ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন , অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ফেডারেল এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলতে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
হোয়াইট হাউজেরর প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি মেমোরেন্ডামে সই করেছেন। যার মাধ্যমে ন্যাশনাল গার্ডের দুই হাজার সদস্য মোতায়েন করা হচ্ছে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিকারে।
মূলত লস অ্যাঞ্জেলেসে কথিত অবৈধ অভিবাসীদের ধরপাকড় ঘিরে দ্বিতীয় দিনের মতো সহিংস বিক্ষোভ হয়েছে। গতকাল শনিবার (৭ জুন) প্যারামাউন্ট এলাকায় ফেডারেল এজেন্টদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা দাবি করেন, বাড়ির বাইরে থেকে আরও অভিবাসীদের আটক করা হয়েছে। এ সময় দাঙ্গা পোশাক ও গ্যাস মাস্ক পরা নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
প্রতিবাদকারীরা স্লোগান দেন, আইসিই এখান থেকে বেরিয়ে যাও। আমরা জানি তোমরা কী। এখানে তোমাদের জায়গা নেই। এক প্ল্যাকার্ডে লেখা ছিল, কোনো মানুষই অবৈধ নয়। হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইন প্রয়োগে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: এএফপি