
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘মেয়েদের শখ’ চাঁদরাত মেলা: নারী উদ্যোক্তাদের উচ্ছ্বাস ও ক্রেতাদের উপচে পড়া ভিড়
প্রজ্ঞা নিউজ ডেস্ক | নিউইয়র্ক | ৩১ মে ২০২৫:
ঈদকে সামনে রেখে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে সানাই পার্টি হলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মেয়েদের শখ - চাঁদরাত মেলা’। ৩১ মে শনিবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১ জুন মধ্যরাত পর্যন্ত, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১২টা পর্যন্ত। মেলায় অংশগ্রহণ ও প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।
উদ্যোক্তা মিলি খানের উদ্যোগে আয়োজিত এই মেলাটি নারীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা চেতনার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। নিউইয়র্ক ছাড়াও বিভিন্ন স্টেট থেকে আগত নারী উদ্যোক্তারা তাদের নিজস্ব হস্তশিল্প, পোশাক, গয়না, কসমেটিকস, খাদ্যপণ্যসহ নানা পসরা নিয়ে হাজির হয়েছেন এই মেলায়।
চাঁদরাতের আবহে, ঈদের আগের উচ্ছ্বাসে ভরপুর এই মেলায় দেখা গেছে প্রচণ্ড ভিড়। উদ্যোক্তারা জানান, মেলায় বিক্রি ও ক্রেতাদের আগ্রহ দেখে তারা দারুণভাবে সন্তুষ্ট। বিশেষ করে যারা প্রবাসে থেকেও নিজ উদ্যোগে কিছু করতে চান, এই মেলা তাদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
ক্রেতারা জানিয়েছেন, এক স্থানে বিভিন্ন ধরনের পণ্য ও পরিষেবা একসঙ্গে পাওয়ায় তারা খুবই আনন্দিত। কেউ ঈদের জামা, কেউ গয়না, আবার কেউ ঘরোয়া খাবারের স্টল ঘুরে উপভোগ করছেন এই অনন্য মেলাটি।
সানাই পার্টি হল (৩৭-৪৩ ৭৪তম স্ট্রিট, জ্যাকসন হাইটস, এনওয়াই ১১৩৭২) এই সময়ে যেন এক খণ্ড বাংলাদেশ। নারী উদ্যোক্তাদের উদ্যোগ, সাংস্কৃতিক ছোঁয়া ও উৎসবের আমেজে মেলা হয়ে উঠেছে চাঁদরাতের অন্যতম কেন্দ্রবিন্দু।